রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০২:৫১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে । মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং ইসরায়েলী পণ্য বর্জনের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছ থেকে দ্রুত প্রতিক্রিয়া আশা করছেন প্রতিবাদীরা।
0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে