রাজাপুরে পরীক্ষায় নকল: ৪ শিক্ষার্থী বহিষ্কার, নজরদারি জোরদার

এফএনএস (ঝালকাঠি) : : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:২৫ পিএম
রাজাপুরে পরীক্ষায় নকল: ৪ শিক্ষার্থী বহিষ্কার, নজরদারি জোরদার

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় চলমান পরীক্ষায় নকলের অভিযোগে ৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন কেন্দ্রে এসব ঘটনা ঘটে। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড়ইয়া ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ২ জন, গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন এবং কানুদাসকাঠি ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে ১ জন শিক্ষার্থীকে পরীক্ষার নিয়ম ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়।

স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, প্রতি বছর বড়ইয়া ডিগ্রি কলেজ এবং কানুদাসকাঠি ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে নিয়মিতভাবে শিক্ষার্থীরা নকলের মাধ্যমে পরীক্ষা দিয়ে আসছে। এমনকি, কানুদাসকাঠি ইসলামিয়া মাদ্রাসার কেন্দ্র সচিব মো. আঃ রাজ্জাক এবং মাদ্রাসা সুপার আবুল কালামের বিরুদ্ধে শিক্ষার্থীদের নকল করতে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। তবে তারা এ অভিযোগ অস্বীকার করে জানান, "আমাদের কেন্দ্রে সুষ্ঠুভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।" এই বিষয়ে প্রশ্ন করা হলে, একজন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা সুষ্ঠু পরীক্ষার দাবির সঙ্গে সাংঘর্ষিক নয় কিÑএমন প্রশ্নের উত্তরে তারা বলেন, "শিক্ষার্থী অনেক, সবাইকে চেক করা সবসময় সম্ভব হয় না।"

ইউএনও রাহুল চন্দ বলেন, “পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বরদাশত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।” তিনি আরও বলেন, “অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ, শিক্ষার্থীদের নৈতিকতাবোধ ও মূল্যবোধ জাগ্রত করতে সচেষ্ট হোন। কোনো শিক্ষক যেন প্রতিযোগিতার লোভে অনৈতিক কার্যক্রমে না জড়ান।”

উপজেলায় নকল রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে