কুড়িগ্রামের রাজারহাটে খড়ের ঢিবির আগুনে পড়ে ঝলসে সহোদর ২ ভাই-বোন গুরত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার প্রত্যন্ত পল্লী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ কুড়ারপাড় গ্রামে। চারদিনেও শিশু দু’টির অবস্থার পরিবর্তন হয়নি বলে চিকিৎসক জানিয়েছে।
এলাকাবাসী জানান, ওই গ্রামের হামিদুল ইসলামের মেয়ে হাসিমনি(৭) ও তার ১০মাসের শিশু ছেলে ফরহাদ শনিবার বাড়ির উঠানে খেলতে গিয়ে খড়ের ঢিবির আগুনে পড়ে যায়। তাদের চিৎকার বাড়ির লোকজন ছুটে এসে শিশু দু’টিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। সেখানেও অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসক ঢাকা বার্ণ ইউনিটে প্রেরন করেছে। শিশু দু’টির ৪০ভাগ ঝলসে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার(৮এপ্রিল) সকালে শিশু দু’টির অবস্থা আশংকাজনক বলে বার্ণ ইউনিটের চিকিৎসক তাদের পরিবারকে জানিয়েছেন। বাড়ির উঠানে খড়ের ঢিবি ছাই করতে আগুন দিয়েছিল হামিদুলের পরিবার। বিষয়টি ওই এলাকার ইউপি সদস্য ফকরুল ইসলাম হিরা নিশ্চিত করেছেন।