কুড়িগ্রামের রাজারহাট বাজার যানজট মুক্ত রাখতে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৭এপ্রিল) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশাদুল হক, থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন, উপজেলা সদর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগাঠনিক সম্পাদক সাহাদৎ হোসেন লাল, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের রাজারহাট উপকমিটির সভাপতি নাজমুল হুদা নাজু, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, শিক্ষক ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক আনিছুর রহমান লিটন ও উপজেলা ছাত্র সমন্বয়ক আল মিজান মাহিন প্রমূখ। সভায় বক্তারা বলেন, রাজারহাট বাজারকে যানজট মুক্ত করতে ইজিবাইকগুলো রাজারহাট বাজারে অবস্থান না করে বিভিন্নমূখী সড়কের ফাঁকা জায়গায় রাখতে হবে। বাজারে রাত ১০টার পর থেকে সকাল ৮টা পর্যন্ত ট্রাকগুলোর মালামাল লোড-আনলোড করতে হবে। বাজারের ভিতরে ঢাকাগামী বাস এবং মিনিবাস অবস্থান করতে পারবে না। ফুটপাতগুলোতে মালামাল রেখে ব্যবসা-বানিজ্য করা যাবে না বলে কঠোরভাবে নির্দেশে দেয়া হয়।