চর রাজিবপুর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, এক মাদক সেবীকে ৩ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের জেল কারাদণ্ড দিয়েছন।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয় এলাকায়, চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী এর আদেশক্রমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম বাবু।
সাথে ছিলেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
এ সময় গাজা সেবনের দায়ে হাফিজুর রহমান(৩০)কে ৩মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করে, পুলিশে সোর্পদ্য করেন। সে উপজেলার মরিচাকান্দি গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।
এছাড়া বটতলা পলি কাউন্টারের অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ৫০০০ টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন,মাদকের বিরুদ্ধে চর রাজিবপুর উপজেলা প্রশাসন জিরো ট্রলারেন্স। মাদক মুক্ত ও র্নিমূল করতে প্রশাসন অঙ্গীকার বদ্ধ।। রাত আর দিন নেই, যেখানে মাদক, খবর পেলেই ভ্রাম্যমান আাদালত বসিয়ে জেল জরিমানা। এ অভিযান অব্যাহত থাকবে।