দেশজুড়ে আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষিতে রাতের মধ্যেই ঢাকাসহ অন্তত ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্ক বার্তায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঝড়ের সঙ্গে থাকবে বজ্রসহ বৃষ্টি, যা বিভিন্ন এলাকার জন্য বাড়তি ঝুঁকি তৈরি করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর যে ১২টি জেলার কথা জানিয়েছে, সেগুলো হলো: ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম।
এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সংকেত অনুযায়ী নদীপথে চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল থেকে বুধবার (৯ এপ্রিল) সকাল ৮টার মধ্যে দেশের চারটি বিভাগের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষ, বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান, জেলেরা এবং কৃষিজীবীদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটির আশেপাশে অবস্থান না করা, অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
দেশের আবহাওয়ার বর্তমান প্রবণতা লক্ষ্য করলে বোঝা যায়, গ্রীষ্মের শুরুতেই প্রাক-বর্ষার ঝড়বৃষ্টি শুরু হয়েছে। তাই সময়মতো পূর্বাভাস শুনে প্রস্তুতি গ্রহণই হতে পারে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার চাবিকাঠি।