রামগতিতে কৃষকরা পেলেন বীজ ও সার

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্ণীপুর) : : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৪:০৯ পিএম
রামগতিতে কৃষকরা পেলেন বীজ ও সার

লক্ষ্ণীপুরের রামগতিতে ক্ষুদ্র ও প্রান্তি কৃষকের মাঝে প্রণোদনা হিসাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হয়। চলতি অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ চলতি মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তার সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শৌরভ-উজ-জামান, উপজেলা জামায়াতের আমীর মাও. আবদুর রহিম প্রমূখ।

উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলার তিন হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি সার দেওয়া হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মজিবুর রহমান বলেন, এ বছর উপজেলার ৬ হাজার ৩০০ হেক্টর জমিতে আউশের আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে