রামেক হাসপাতালে বিএনপি নেতার স্ত্রীকে দেখতে গেলেন মনোনয়ন প্রত্যাশী সাত্তার

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ১১:৪৮ এএম : | আপডেট: ১২ এপ্রিল, ২০২৫, ১১:৪৮ এএম
রামেক হাসপাতালে বিএনপি নেতার স্ত্রীকে দেখতে গেলেন মনোনয়ন প্রত্যাশী সাত্তার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেলপুকুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সাহেদ আলীর স্ত্রী আয়েশা সিদ্দীকি কিডনি জনিত রোগে ও বানেশ্বর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: আক্তার আলী অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেলের চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রামেক হাসপাতালে তাদের দেখতে যান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার। এসময় তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বেলপুকুর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদ আলী। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: শাহেদ আলী। যুবদল নেতা জিল্লুর রহমান,রাকিবুল ইসলাম,মামুনুর রশিদ প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে