রাস্তার নির্মান কাজ শেষ না করেই ঠিকাদার উধাও

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০২:০৩ পিএম
রাস্তার নির্মান কাজ শেষ না করেই ঠিকাদার উধাও

দিনাজপুরের ঘোড়াঘাটে এক কিলোমিটার রাস্তা খুঁড়ে বালু ফেলে ঠিকাদার উধাও হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ৯টি গ্রামের জনসাধারন। সড়কটি অতি দ্রুত নির্মানের দাবী জানিয়েছেন এলাকাবাসী। খুঁড়ে রাখা মাটি ও বালু বৃষ্টির পানিতে একাকার হয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ওই পথে যাতায়াত করা একটি উচ্চ বিদ্যালয়,একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,একটি মাদরাসাসহ ২টি প্রীক্যাডেট স্কুলের শত শত ছাত্র ছাত্রীরা যার পর নাই ভোগান্তিতে পড়েছে।এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যহত হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বানিয়াল থেকে চেচুরিয়া পর্যন্ত ১কিলোমিটার পাকা করার জন্য রাস্তার মাঝে মাটি কেটে বালু দেওয়া হয়েছে। এর পর গত কয়েক দিনের বৃষ্টিতে বালু ও মাটি কাদায় পরিনত হয়েছে। উপজেলা সদরসহ হাটবাজাারে যাওয়ার একমাত্র সড়ক হওয়ায় আশেপাশের ৯টি গ্রামের ১০-১২ হাজার মানুষ এই পথে যাতায়াত করে থাকে। উপজেলা এলজিইডি বিভাগ সূত্রে জানা যায়,এক কিলোমিটার রাস্তার পাকা করনের কাজ পান বাবু ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে তরিকুল ইসলাম সাজু নামের এক ঠিকাদার কাজটি কিনে নেন। ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারবার তাগিদ দেওয়া সত্বেও তারা নির্ধারিত সময়ে কাজ শেষ না করতে পারায় বর্ধিত সময় দেওয়া হয়।কিন্তু ওই ঠিকাদার কাজ শেষ না করেই লাপাত্তা হয়েছে।  এদিকে ঠিকাদারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন,ঠিকাদারকে কাজ শুরু করতে বলা হয়েছ্ েশিগগিরই কাজ শুরু হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে