রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ১১:১৫ এএম : | আপডেট: ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:০৯ পিএম
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল শুক্রবার ইতালির রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন এবং সেখানকার দর্শনার্থী বইতে সই করেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ২১ এপ্রিল আর্থনা সম্মেলন-২০২৫ এ যোগ দিতে কাতারের দোহায় যান। চারদিনের সফর শেষ করে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার ইতালির রোমে যান তিনি। সেখান থেকে ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন, যেখানে পোপ ফ্রান্সিসের মরদেহ শনিবারের শেষকৃত্যের আগে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে।

চারদিনের সফর শেষে রোববার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW