বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনয়নের দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের জোড়া ব্রিজ এলাকায় ২১ এপ্রিল সোমবার সন্ধ্যায় র্যাবের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এসময় র্যাব গুলি চালালিয়ে কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সিয়াম মোল্লাকে হত্যা করে ও চলতি এসএসসি পরিক্ষার্থী রাকিব মোল্লাকে গুলিকরে আহত করে। আহত রাকিব বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এঘটনায় আহত রাকিবকে আসামী করে র্যাব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় দুটি মামলা দায়ে করেছে। বিচার বহিরভূত ছাত্র হত্যা ও ছাত্রকে গুলিকারে আহতর বিচার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী ২৩ ্এপ্রিল বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেন।
এসময় র্যাবের গুলিতে নিহত সিয়াম মোল্লা মা জ্যোসনা বেগম বলেন, আমার ছেলে একজন ছাত্র। আমার ছেলে কোন মাদকের সাথে জড়িত না। র্যাব আমার ছেলেকে গুলিকরে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। ২১ এপ্রিল সোমবার সন্ধ্যার আগে র্যাব সদস্যরা রুবেল মোল্ল ও সৈকত মন্ডলকে আটক করে। তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আমার ছেলে দেখতে গেলে তাকে র্যাব গুলি করে হত্যা করে এবং আমার আত্মীয় রাকিব মোল্লাকে গুলি করে আহত করেছে।
বিচার চেয়ে আরো বক্তব্য রাখেন, চাচাতো বোন মীম আক্তার, ভাবী নিসাত আক্তার, মামি আসমা বেগম, শিক্ষার্থী নিহারিকা মন্ডল, সফিইর রহমান, তামিম গাজী, আলী হোসেন, শাহাদাৎ হাওলাদার।
নিহত সিয়াম মোল্লা, কারফা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে। আহত হলেন রাকিব মোল্লা চলকি এসএসসি পরিক্ষার্থী, সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র একই উপজেলার খালেক মোল্লার ছেলে ।
উলেখ্য. ২১ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার সিমান্ত এলাকা আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে বরিশাল র্যাব-৮ এর একটি দল মাদকবিরোধী অভিযানচালায়। র্যাব অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের মন্টু মোল্লার ছেলে রুবেল মোল্লাকে ও আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের জুরান মন্ডরৈর ছেলে সৈকত মন্ডলকে আটক করে। এসময় তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা এগিয়ে যায়। তখন র্যাব সদস্যরা তাদের (ছাত্রদের) উপর গুলি চালায়। র্যাবে ছোড়া গুলিতে ছাত্র সিয়াম মোল্লার মৃত্যু হয়। অপর গুলিবিদ্ধ ছাত্র রাকিব মোল্লাকে গ্রুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর ইসলাম জানিয়েছেন, বরিশাল র্যাবের একটি দল মাদকবিরোধীচলালে তাদের উপরে হামলা চালায়। এসময় গুলিতে সিয়াম মোল্লার মৃত্যু হয় ও আহত হয় রাকিব মোল্লা। এছাড়াও র্যাবের সদস্য ওপেল মাহামুদ রাজিব ও আরিফুল ইসলাম সাকিল আহত হয়েছে। এঘটনায় বরিশাল র্যাবের ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় দুটি মামলা দায়ের কারেছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।