নড়াইলের লোহাগড়ার মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন এসএ সাইফুল্লাহ মামুন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দিপংকার বিশ্বাস, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম সিকদার, বিএনপি নেতা মোঃ আনিসুর রহমান কামাল, এসএম শাহিন বিপ্লব, মোঃ রবিউল ইসলাম, মোঃ মিজানুর রহমান প্রমুখ।