টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে অমল ব্যানার্জি সভাপতি এবং আকিবুর রহমান ইকবাল সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। নতুন কমিটি ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্বপালন করবে।
কার্যকরী কমিটিতে আরও যাঁরা রয়েছেন- সহ-সভাপতি রকিব উদ্দিন বাবুল ও রফিকুল ইসলাম রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অটল ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, কোষাধক্ষ নির্মল কর্মকার, ক্রীড়া সম্পাদক আবু জাহিদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আনিসুর রহমান দুলাল এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিলীপ কুমার সরকার রঞ্জিত।
এছাড়া কার্যকরী কমিটির সদস্য মনোনীত হয়েছেন- কাজী শফিকুর রহমান লিটন, তনু নিয়োগী, ফারুক খান ও শাহিন আহম্মেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এছাড়া ক্লাবের সাবেক সভাপতি মির্জা মাসুদ রুবল এবং সাবেক সাধারণ সম্পাদক কাজী শামসুল রহমসহ অন্য সদস্যরা।
উল্লেখ, টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবটি বাংলা ১৪শ’ সনে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ১০৭ জন।