দীর্ঘ নীরবতার পর ভক্তদের সামনে একেবারে ভিন্ন এক রূপে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ইনসাফ’। সিনেমাটির প্রথম লুক পোস্টার সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে, যা ইতিমধ্যে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
পোস্টারে দেখা যায়, রক্তমাখা একটি কুঠার ধরে আছেন এক ব্যক্তি। ট্যাগলাইনে লেখা— ‘ইনসাফ কাগজে নয়, রক্তে লেখা হয়’। দ্বিতীয় পোস্টারে পর্দা সরিয়ে সামনে আসে সেই হাতের মালিকের চেহারা— ভয়ঙ্কর রূপে হাজির শরিফুল রাজ। রক্তাক্ত হাতে, ঠোঁটে হালকা এক নির্মম হাসি নিয়ে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। এমন রূপে আগে কখনও দেখা যায়নি এই ‘পরাণ’ খ্যাত নায়ককে।
‘পরাণ’ ও ‘ওমর’-এর পর বেশ কিছুদিন অন্তরালে ছিলেন রাজ। তবে এবার আর আড়ালে নয়, বরং চমকে দেওয়ার মতো এক চরিত্রে ‘ইনসাফ’-এ ফিরছেন তিনি। সিনেমাটির পরিচালক সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, ‘ইনসাফ’ একটি অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা। ইতিমধ্যে এর শুটিং প্রায় শেষের দিকে, আর আগামী মাস থেকেই শুরু হবে জোরালো প্রচারণা।
পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, “'ইনসাফ' শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ।” তিনি আরও জানান, প্রথম পোস্টার প্রকাশের পর দর্শকদের দারুণ সাড়া পাচ্ছেন। সঞ্জয় এর আগে টলিউডের ‘মানুষ’ সিনেমা পরিচালনা করেছিলেন, যেখানে নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এবার তিনি নিজের দেশীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বড় পর্দার নির্মাতা হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করতে প্রস্তুত।
‘ইনসাফ’ সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। আর ভিলেন চরিত্রে থাকছেন শক্তিমান অভিনেতা মোশাররফ করিম, যিনি ‘চক্কর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় বাজিমাত করেছেন।
ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবার ঈদে রাজের নতুন রূপের ‘ইনসাফ’ দেখার জন্য। রাজও যেন চুপিচুপি প্রস্তুত হচ্ছিলেন এই চমক দেখানোর জন্য। দীর্ঘ নীরবতার পেছনে যে নিজেকে আরও পরিণত করে তোলার প্রচেষ্টা ছিল, তার ঝলক দেখা যাচ্ছে এই প্রথম ঝলকে।