শার্শায় বিএনপির দুই নেতার সব পদ স্থগিত

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ১০:৫০ এএম
শার্শায় বিএনপির দুই নেতার সব পদ স্থগিত

শার্শায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই বিএনপি নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করেছে যশোর জেলা বিএনপি।গতকাল রবিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত দলীয় প্যাডে সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

পদ স্থগিত হওয়া নেতারা হলেন- শার্শা উপজেলা বিএনপির সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন ও উপজেলা বিএনপির সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. ওয়াহেদ।

এতে বলা হয়েছে, অব্যাহতভাবে সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শার্শা উপজেলা বিএনপির সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন শানি—র প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ স্থগিত করে তার সকল সাংগঠনিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে। একইসঙ্গে শার্শা ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সম্পাদক এখন থেকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের চলতি দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

আপরদিকে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য শার্শা উপজেলা বিএনপির সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. ওয়াহেদের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ স্থগিত করে তারও সকল সাংগঠনিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে শার্শা ইউনিয়ন বিএনপির ১ম সহ সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদকের চলতি দায়িত্ব পালন করবেন বলে বলা হয়েছে।

এছাড়া এখন থেকে দলের কোন কার্যক্রমে তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে পদ স্থগিত হওয়া নেতাদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে