শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ-সার বিতরণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ পিএম
শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ-সার বিতরণ

শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হল রুমে শতাধিক কৃষকদের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো.আইয়ুব আলী, শেরপুর সদর কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন, সদরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া জান্নাত, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, চরশেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

জেলা পাট উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় এবং পাট অধিদপ্তর কর্তৃক উন্নত জাতের পাট, পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পে শেরপুর সদর উপজেলার ২ হাজার ৬শ নির্বাচিত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রাথমিকভাবে শতাধিক কৃষকদের মাঝে ১ কেজি করে উন্নত জাতের পাট বীজ, ৬ কেজি করে ইউরিয়া ও ৬ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। একইভাবে শেরপুরের অন্যান্য উপজেলার কৃষকরা এ সুবিধা পাবেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে