শেরপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ০৪:৫০ পিএম
শেরপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ও ঝগরারচর বাজারের মুরগি ব্যবসায়ী মাওলানা হামিদুর রহমান (৩০) মারা গেছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে শেরপুর নতুন বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাওলানা হামিদুর রহমান শেরপুর সদর উপজেলার সন্যাসীরচর ডালপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও পার্শ্ববর্তী ঝগড়ার চর বাজারে মুরগি ব্যবসার সাথে জড়িত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হামিদুর রহমান বুধবার দুপুরে মোটরসাইকেলে করে খোয়ারপাড় যাচ্ছিলেন।  সময় ঝিনাইগাতী থেকে আসা সারামনি নামে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে পরিস্থিতির অবনতি তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, নিহত হামিদুর রহমানের বাবা আব্দুল মজিদও ১৯৯৬ সালে ৫ ছেলেকে ছোট রেখে ট্রাকচাপায় মারা যান। বাবার পথ ধরে হামিদুর রহমানও দুই শিশু মেয়ে সন্তান রেখে সড়ক দুর্ঘটনায় বাসচাপায় মারা গেলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে