শেরপুরে হাতি তাড়াতে টর্চ লাইট ও কেরোসিন তেল বিতরণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৭:৪০ পিএম
শেরপুরে হাতি তাড়াতে টর্চ লাইট ও কেরোসিন তেল বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে সিংগাবরুনা ও রানী শিমুল ইউনিয়নের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় হাতির উপদ্রব হতে রক্ষা পেতে টর্চ লাইট ও কেরোসিন তেল বিতরণ করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে বালিজুড়ি এলাকায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে ও বালিজুরি বিট কর্মকর্তা রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় এ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়া, শ্রীবরদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মাসুদুর রহমান, ইউপি সদস্য সেলিম মিয়া প্রমুখ।

‎‎এসময় রানী শিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, শ্রীবরদী মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সোহাগ, স্থানীয় ইউপি সদস্য ইআরটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে