শৈলকুপায় খেলার মাঠ দখল করে বাড়ি নির্মাণ, ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : : | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫, ০৫:৪২ পিএম
শৈলকুপায় খেলার মাঠ দখল করে বাড়ি নির্মাণ, ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ

ঝিনাইদহের শৈলকুপা দুঃখী মাহমুদ ডিগ্রী কলেজের খেলার মাঠ দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুর ১২ টায় এই বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ছাত্রছাত্রীরা ঝিনাইদহ- কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

দুঃখী মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান শাহীন বলেন ১৯৯৪ সালে কলেজ প্রতিষ্ঠার সময়  উপজেলার শেখপাড়ার বাসিন্দা ছানা মোল্লার  বাবা চতুর আলীর কাছ থেকে ২২ শতক  জমি নেওয়া হয় এর বিনিময়ে তাকে অন্য জায়গা থেকে ৩০ শতাংশ জমি দেওয়া হয়। এভাবেই উভয়পক্ষ আমরা আদ্যাবদি জমি ভোগদখল করে আসছিলাম।  হঠাৎ করে জমির মালিকরা গত ১৬ এপ্রিল কলেজ মাঠে বাড়ি নির্মাণ শুরু করে।  এরপর আমি জমির মালিকদের বাড়ি নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলি এবং আলোচনায় বসার তাগিদ দিলেও তারা কর্ণপাত করে না। সোমবার সকালে আবারও তারা বাড়ি নির্মাণ অব্যাহত রাখলে ছাত্রছাত্রীরা বাধা দেয় এবং মহাসড়ক অবরোধ করে। এ বিষয় আমরা প্রশাসনকে অবহিত করেছি। তবে আশা করি আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হবে।

ছানা মোল্লার ছেলে মিরাজুল ইসলাম বলেন,আমরা কলেজের সাথে কিছু শর্ত সাপেক্ষে এই জমি বিনিময় করি।শর্তের মধ্যে ছিল ৩ জনের চাকুরী দেওয়া এবং এই জমির পরিবর্তে ডবল জমি দেওয়া।কিন‘ একটা শর্তও পূরণ না করায় আমরা আমাদের জমিতে বাড়ি নির্মাণ শুরু করেছি। কলেজ কর্তৃপক্ষ সব শর্ত ভঙ্গ করায় আমরা কলেজের সাথে আর কোন চুক্তিতে আবদ্ধ থাকবো না।

কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ফারদিন বলেন,কলেজের খেলার মাঠ দখল করে বাড়ি নির্মাণ করায় আমরা প্রতিবাদ হিসাবে রাস্তা অবরোধ করেছি।৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছি এর মধ্যে সুরাহা নাহলে আবার নতুন কর্মসূচী নিয়ে আগাব।

কলেজের এডহক কমিটির সভাপতি হাবিবুর রহমান বলেন, কলেজ প্রতিষ্টার সময় ছানা মোল্লার বাবা চতুর আলীর কাছ থেকে ২২ শতক জমির পরিবর্তে কলেজ কর্তৃপক্ষ ২৬ শতক জমি দিয়ে একটা মৌখিক চুক্তি করে । এর কয়েকবছর পর তারা নতুন করে দাবী উঠালে তাদেরকে আরো ৪শতক জমিসহ ৩০ শতক জমি দেওয়া হয়। এভাবেই আমরা উভয়পক্ষ জমি ভোগদখল করে আসছিলাম। এখন তারা বলছে কোন চুক্তি মানি না।আমার জমিতে আমি বাড়ি নির্মাণ করবো। ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে