ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাশিনাথপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে বুধবার দিবাগত রাতে ৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে কাশিনাথপুর গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে তাবু টানিয়ে ওই গ্রামের মোঃ হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তাশের নামে রমরমা জুয়ার আসর চালিয়ে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহীদনগর গ্রামের আঃ মতিন, কাশিনাথপুর গ্রামের অহিদুল ইসলাম, আবু তালেব ও হাফিজুল ইসলাম কে আটক করে। এ ব্যাপারে মালিথিয়া ক্যাম্পের এ এস আই সজল কুমার জানান, দীর্ঘদিন ধরে এরা তাসের নামে রমরমা জুয়ার বোড চালিয়ে আসছিল বলে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৪ জুয়ারি কে আটক করে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।