সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর গ্রামের একটি পুকুরে তল্লাশী চালিয়ে ৩৪ পিস দেশীয় অস্ত্র (রামদা ও হাসুয়া) উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের সাবের মিস্ত্রির বাড়িসংলগ্ন পুকুর থেকে উক্ত দেশীয় অস্ত্রসমুহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে পানির মধ্যে থাকার দরুন এসব অস্ত্রে মরিচা পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা। তিনি জানান পুকুরের পানি কমে যাওয়ায় স্থানীয় লোকজন গোসল করতে যেয়ে পায়ে বস্তার মধ্যে লুকানো অবস্থায় কিছু শক্ত বস্তু থাকার কথা তাদেরকে জানান।
একপর্যায়ে রোববার সকারে ডুবুরী নিয়ে উক্ত পুকুরে তল্লাশীর পর তারা ৩৪ পিস দেশীয় অস্ত্র (রামদা ও হাসুয়া) উদ্ধার করেছেন। কয়েক মাস ধরে প্লাষ্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় সেগুলো পুকুরে ফেলে রাখা হয় বলেও তিনি নিশ্চিত করেন। এঘটনায় উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।
এদিকে স্থানীয় গ্রামবাসী মাসুদ হোসেনসহ কয়েকজন জানান সাবের মিস্ত্রি ও তার শ্যালক রহমত দীর্ঘদিন ধরে উক্ত পুকুরটি জবরদখল করে রেখেছিল। জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পরিস্থিতির প্রয়োজনে ব্যবহারের জন্য হয়ত তারা উক্ত অস্ত্রগুলো সংগ্রহ করেছিল। পাঁচ আগষ্টের পট পরিবর্তনের পর থেকে সাবের ও তার শ্যালক পলাতক রয়েছে বলেও স্থানীয়রা নিশ্চিত করেন।