শ্রীমঙ্গলে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দু'দিনব্যাপি কর্মশালা শুরু

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০২:৪৮ পিএম
শ্রীমঙ্গলে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দু'দিনব্যাপি কর্মশালা শুরু

বাংলাদেশের কৃষি প্রক্রিয়াকরন  খাত: প্রবৃদ্ধি, কাঠামো এবং ভবিষ্যৎ উন্নয়নের কর্ম পদ্ধতি শীর্ষক দু'দিনব্যাপি কর্মশালা শুরু হয়েছে।এগ্রো প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ এগ্রো প্রসেসরস এসোসিয়েশন ( বাপা)  এর আয়োজনে দু'দিনব্যাপি এই কর্মশালা আজ বুধবার শ্রীমঙ্গল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা'র কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আল এমরান। স্বাগত বক্তব্য রাখেন বাপা'র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বিশেষ অতিথি ছিলেন ভোক্তা অধিকার অঅধিদপ্তর মৌলভিবাজারের সহকারি পরিচালক মো. আল আমিন, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মাঈদুল ইসলাম, মৌলভিবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সারোয়ার আলম, মৌলভিবাজারের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন। কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পর্যায়ের ৪০ জন নারী-পুরুষ  অংশগ্রহন করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে