শ্রীমঙ্গলে পর্যটকদের সেবায় ‘তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম’ ভিত্তি প্রস্তর স্থাপন

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ০৩:৫১ পিএম
শ্রীমঙ্গলে পর্যটকদের সেবায় ‘তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম’ ভিত্তি প্রস্তর স্থাপন

শ্রীমঙ্গলে পর্যটকদের সেবা প্রদানের লক্ষ্যে চা-কন্যা মনুমেন্ট সংলগ্ন স্থানে ‘তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার বিকেলে চা কন্যা মনুমেন্ট সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্থর স্থাপন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, সাতগাওঁ চা-বাগানের ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খান জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরী তত্ত্বাবধানে এই তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম নির্মিত হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে