ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতে গ্রেপ্তারনকরেছে সরাইল থানা পুলিশ। ২০ এপ্রিল রোববার গভীর রাতে মহাসড়কের ইসলামাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এস আই জয়নাল ও এস আই আবির হোসেনের নেতৃত্বে অভিযান চালায় সরাইল থানার একদল পুলিশ। অভিযানকালে তারা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় হাতেনাতে ৩ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা হলেন আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকার আমির হোসেনের ছেলে মো. জীবন মিয়া, সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে মোঃ মনিরুল ইসলাম ও একই এলাকার আলী ইসলাম। এসময় তাদের কাছ থেকে ধারালো চাপাতিসহ বিভিন্ন ধরনের রড জব্দ করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করে বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ওই স্থানে দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি, পুলিশ আক্রান্ত ও মাদকের তিনটি মামলা রয়েছে।