ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. আক্তার (৩৫) নামের এক মাদকাসক্তের ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহবাজপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের দুইশত গজ এলাকার মধ্যে ওই মাদকাসক্তকে হাতেনাতে ধরে ফেলেন প্রশাসন। ইউএনও’র দফতর সূত্র জানায়, বৃহস্পতিবার ওই কেন্দ্রে পরীক্ষা চলাকালে পরিদর্শনে যান নির্বাহী কর্মকর্তা। কেন্দ্রের দুইশত এলাকার মধ্যে মো. আক্তার নামের এক ব্যক্তি মাদক সেবন করে মাতলামি ও নানা অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। এ সময় সরাইল থানা পুলিশের সহায়তায় আক্তারকে হাতেনাতে ধরে ফেলেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসেন। পরে দায় স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আক্তারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আক্তার শাহবাজপুর গ্রামের সওদাগর পাড়ার মো. আবু কালামের ছেলে।