জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ১৮ এপ্রিল (শুক্রবার) দুপুরে ফুলবাড়িয়া এলাকায় বন্ধুদের সাথে ঝিনাই নদে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে হাসান (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাসান ফুলবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে ফুলবাড়িয়া এলাকায় বন্ধুদের সাথে হাসান ঝিনাই নদে সাঁতার কাটতে নামে । সাঁতার কাটার সময় হাসান পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে নদে নেমে শিশু হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হাসানকে মৃত বলে ঘোষণা করেন। নিহত হাসানের বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ যেন এলাকায় আকাশ বাতাস ভারী হয়ে আসছিল।