সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও তাঁর স্ত্রী শামীমা জাফরিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি পৃথক মামলা দায়ের করেছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বুধবার রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মাহবুব আলীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৪৮ লাখ ৯১ হাজার ৭১৮ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।
অপরদিকে, তাঁর স্ত্রী শামীমা জাফরিনের বিরুদ্ধেও রয়েছে প্রায় ৪ কোটি টাকার (৩ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৭৭৭ টাকা) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। জানা গেছে, এই সম্পদ অর্জনে স্বামীর সহযোগিতা ও ক্ষমতার অপব্যবহার ছিল বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, দুই মামলাতেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, মাহবুব আলী ২০১৪ সাল থেকে পরপর দুই মেয়াদে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে বিমান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও তিনি পরাজিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
এছাড়া জানা গেছে, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর মাহবুব আলীকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন।
দুদকের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। তারা মনে করছে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ গড়ার প্রবণতা দমন করতে হলে এই ধরনের দৃষ্টান্তমূলক অভিযানের বিকল্প নেই।