বগুড়ার সারিয়াকান্দিতে পৌর এলাকার দেলুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে কৈয়েরপাড়া জামে মসজিদ পর্যন্ত সড়কের পুননির্মাণ ও মেরামত কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদারের পলায়ন করায় এলাকাবাসী যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। বছর খানেক ধরে ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ৬ গ্রামেরথ প্রায় ৮ হাজার বাসিন্দারা এই দুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটিতে ৩টি কালভাট নির্মাণ করা হলেও দুই পাশে মাটি না থাকায় যেন এতিম অবস্থায় দাঁড়িয়ে আছে কালভার্ট গুলো। সড়কে এলোপাথারী ভাবে মাটি খোরাখুরি করায় এখন পূর্বের মত এখন পায়ে হেটে চলাচল করাও যায় না। সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করে ছিলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতিবাজ, সম্পদের পাহাড়গড়া সাবেক সাংসদ সাহাদারা মান্নান। বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা। প্রকল্পের নাম ছিল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহানসস্মেন্ট প্রজেক্ট। প্রায় ৮০০ মিটার দৈর্ঘ্য সড়কটির ২০২৩ সালে শেষ করার কথা থাকলেও ২৫ থেকে ৩০ ভাগ কাজ শেষ করেই নিয়োজিত ঠিকাদার পলায়ন করায়, পৌর এলাকার ব্যস্ততম এ সড়কটি এখন পতিত হয়ে পরে আছে।
স্থানীয় আফতাফ হোসেন প্রামানিক বলেন, সড়কটি নির্মাণ হলে আমাদের দুর্ভোগ কমবে, সেটি না হয়ে এলোপাথাড়ি ভাবে খুরাখুরি করাতে হয়ে সেটি এখন মরার উপর খরার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। দুর্ভোগের কথা বলে শেষ করা যাবেনা ।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লব বলেন, পৌর এলাকার যেকোনো উন্নয়ন কাজ করার বিধান থাকলেও নিয়ম ভেঙ্গে ভাবে দুর্যোগ অধিদপ্তর করায় আমরা হতবাক হয়েছি।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন অধিদপ্তরের কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, প্রকল্পটির গুরুত্ব বিবেচনা করে মন্ত্রণালয় রি-টেন্ডার করার উদ্যোগ নিয়েছে।