সিংড়ায় বর্ষবরণ শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী লাঠি খেলা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০২:১৫ পিএম
সিংড়ায় বর্ষবরণ শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী লাঠি খেলা

নাটোরের সিংড়ায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী গ্রামীন খেলাধুলা হয়েছে। সোমবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। উপজেলা আম চত্বর মুক্ত মঞ্চে বাংলা নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান ও নৃত্য পরিবেশ করা হয়। পরে কোর্ট মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, চোখ বেঁধে হাড়িভাঙ্গা, সাপ খেলা, কলা গাছে উঠা সহ বিভিন্ন গ্রামীন খেলাধুলা যেন গ্রাম বাংলার চিরায়িত রুপ ফিরে পায়। 

অনুষ্ঠানে ইউএনও মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে