বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে নাটোরের সিংড়ায় বিএনপির আনন্দ শোভাযাত্রা ও পান্তা উৎসব হয়েছে। সোমবার সকাল ৯ টায় উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা শহর ঘুরে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও পান্তা উৎসব অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বুলেটের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন, ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, চামারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক লেলিন, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন প্রমূখ।