সীতাকুণ্ড শিল্পাঞ্চলে বন্ধ জুট মিল চালুর দাবীতে মানববন্ধন

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:১৩ পিএম
সীতাকুণ্ড শিল্পাঞ্চলে বন্ধ জুট মিল চালুর দাবীতে মানববন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড শিল্পাঞ্চলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত বাড়বকুণ্ড সহ ফৌজদারহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আর আর জুট মিল, গুল আহম্মদ জুট মিল, গালফ্রা হাবিব লিঃ, এম এম জুট মিল ও হাফিজ জুট মিলের সামনে শত শত শ্রমিক ব্যানার, ফেস্টুন নিয়ে বন্ধ জুট মিল চালু ও শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন। আর আর জুট মিলের সামনে বিশাল মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জহুরুল আলম জহুর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সালামত উল্লাহ। আর আর জুট মিলের সিবিএর সভাপতি নুরুন্নবী সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  শ্রমিক নেতা মোহাম্মদ ইদ্রিস, মাহমুদউল্লাহ, মমিনুল হক, আবুল হোসেন, আবুল মুনসুর, জসিম উদ্দিন, ইউসুফ আজাদ, আবু জাফর, আবু হানিফ, জসিম উদ্দিন ভূঁইয়া, কাজী বদর উদ্দিন, আলাউদ্দিন, দেলোয়ার হোসেন, মোঃ মুরাদ, সেলিম উদ্দিন, লোকমান হোসেন রকিব, মোহাম্মদ ইলিয়াস হোসেন, মোহাম্মদ জয়লাল আবেদীন দুলাল, আবুল কাসেম, আক্তার হোসেন, মোহাম্মদ ফয়েজ উল্লাহ, রুস্তম আলী ও মোহাম্মদ হেলালসহ প্রমুখ নেতৃবৃন্দ। শ্রমিক নেতারা বলেন, পাটকলসহ বন্ধ সব রাষ্ট্রীয় কলকারখানা দুর্নীতি ও লুটপাটমুক্ত করে রাষ্ট্রীয় মালিকানায় চালু, শ্রমিকদের সব পাওনা সঠিক হিসাব অনুযায়ী প্রদান, বিজেএমসির সংস্কার করাসহ তৎকালীন মন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত ও বিচারের দাবী জানান তারা। এই সময় বক্তারা আরও বলেন, ২০২০ সাল থেকে দেশের ২৫টি পাটকল বন্ধ রয়েছে। এতে করে দেড় লক্ষ শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে