সুজানগরের নাজিরগঞ্জ এবং রাজবাড়ীর ধাওয়াপাড়া পদ্মা নৌ-রুটে ঝড়ের কবলে পড়ে একটি ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসমান মাছের খাঁচার উপরে উঠে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় অর্ধ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চুন্নু জানান, ধাওয়াপাড়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা ক্যামেলিয়া নামে একটি ফেরি দুপুর ২টার দিকে নাজিরগঞ্জ ফেরিঘাটের কাছাকাছি এসে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে ফেরিটি পদ্মা নদীতে চাষ করা ভাসমান মাছের খাঁচার উপর উঠে পড়ে। এতে প্রায় অর্ধ লক্ষ টাকার মাছের ক্ষতি হয় বলে উক্ত খাঁচার মালিক স্থানীয় মাছ চাষী জহির উদ্দিনের দাবি। নাজিরগঞ্জ ফেরিঘাটের টার্মিনাল সুপারিনটেনডেন্ট মোঃ খায়রুল ইসলাম জানান, ফেরিটি ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাছের খাঁচার উপরে উঠে পড়ে। এতে মাছ চাষী জহিরসহ স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে কিছু সময় ফেরিটি ঘটনাস্থলে আটকে রাখে। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফেরিটি উদ্ধার করা হয়।