সেনবাগে দুবৃত্তের দেওয়া আগুনে বসতঘর পুড়ে ছাঁই

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০৭:৩১ পিএম
সেনবাগে দুবৃত্তের দেওয়া আগুনে বসতঘর পুড়ে ছাঁই

সেনবাগ উপজেলা ৯নং নবীপুর ইউপির বিঞ্চুপুর গ্রামের অজ্ঞাত দুবৃত্তের দেওয়া আগুনে মোঃ কামাল উদ্দিনের একটি টিনসেড বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারটির। খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় প্রায় আধা ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষনে বসতঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়। ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বিঞ্চুপুর গ্রামের কামাল উদ্দিনের বসতঘরে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত দুবৃত্তরা কামালে বসতঘরে আগেুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্ঠা চালায় ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্ত ততক্ষনে ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে