সেনবাগে ব্যবাসীয়কে অপহরণ করে হত্যার চেষ্ঠার ঘটনা প্রতিপক্ষ কর্তৃক ভিন্ন খাতে প্রবাহের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে, লাইফ স্কয়ার হাসপাতালের মালিক মোঃ গোলাম রাব্বানী জুয়েল।
তিনি বৃহস্পতিবার দুপুরে সেনবাগের ড্রীম কমিউনিটি সেন্টারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্যে লাইফ স্কয়ার হাসপাতালের মালিক গোলাম রাব্বানি জুয়েল জানান, সেনবাগের কাদরা গ্রামের পল্লী চিকিৎসক ওসমান গনি সঙ্গে ২০২৩ সালে তার ব্যবসা ছিলো। ব্যবসায়ীক লেনদেন নিয়ে তার সঙ্গে বিরোধ সুষ্ঠি হয়। ব্যবসায়ীক লেনদেনের হিসাব নিকাশ না করে আমার নিকট টাকা পাবে বলে বিভিন্ন স্থানে প্রচারণা চালায়। আমি হিসাব নিকাশ করতে বললে সে নিশ্চুপ থাকে। যার এক পর্যায়ে পল্লী ওসমান গনি গত ১০/৩/২৫ ইং রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার সময় তার মালিকানাধীন লাইফ স্কায়ার (প্রাঃ) হাসপাতালের সামনের রাস্তার ওপর থেকে ৫/৭জনের একদল লোক অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার মুখ নাক বেধে তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়। এসময় তার ছেলে অপহণের ঘটনাটি দেখে পেলে চিৎকার দিলে তারা আমার ছেলেকে মারধর করে পেলে রাখে। তাকে তুলে নিয়ে একটি টিন সেড ঘরে তিন দিন আটকিয়ে রেখে বেদম নির্যাতন করে। এক পর্যায়ে অপহরণকারীরা কতগুলো সাদা স্টাম্পে স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করে। তিনি স্বাক্ষর দিতে অস্বীকার করলে তারা আবারো থাকে মারধর করে এবং জোর পূর্বক শোয়াইয়া হাত-পা চেপে ধরে তার ডান বাহুতে ও নাভিতে ইনজেকশন পুশ করে এবং বাম হাতের আঙ্গুল জখম করে এবং বাম পায়ের ছোট আঙ্গুলের নক প্লাস দিয়ে তুলে পেলার চেষ্ঠা করে ও ভেঙ্গে পেলে হত্যার চেষ্টা চালায়। পরবতীতে জুয়েলের পরিবারের লোকজন বহু খোজঁখুজির পর সেনাবাহিনী সহযোগীতায় তিনদিন পর অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করান।
তিনি আরো বলেন, সেনাবহিনী কর্তৃক উদ্ধারের পর চিকিৎসা শেষে গত ১৩ মার্চ ২০২৫ ইং তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে নির্যাতন করার ঘটনায় নোয়াখালীর বিজ্ঞ বিচারিক আদালতে সি.আর মামলা দায়ের করেন। মামলা নং ৯১/২৫ইং। বর্তমানের বিবাদীরা বিভিন্ন মোবাইল ফোন থেকে কল করে তাকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি ধমকি দিচ্ছে। অন্যথায় কাতে হত্যা ও ঘুম করার হুমকি ধমকি দিচ্ছে এতে আমি জীবনের চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি প্রশাসনের নিকট নিরাপত্তার দাবী করছি। এর আগেও তারা আমার ও আমার ব্যবসা প্রতিষ্ঠারে বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকের মাধ্যমে মিথ্যা প্রচারনা চালিয়ে আমার সুনাম খুন্ন করে।
জুয়েল আরো বলেন দায়ের করা মামলা থেকে বাচাঁর জন্য বুধবার (১৬ এপ্রিল ২০২৫ ইং) সেনবাগ থানা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে । ওই মানববন্ধন থেকে সম্পূর্ন মিথ্যা বানোয়াট, ভূয়া তথ্য দিয়ে প্রশাসন ও এলাকাবাসীকে বিভ্রান্ট করার অপ চেষ্টা চালায় যা আমার দৃষ্ঠি গোচর হয়েছে। তাই প্রিয় সাংবাদিক ভাইদের দৃষ্ঠি আকর্ষন করছি আপনারা জাতির বিবেক আপনার তদন্ত পূর্বক সঠিক তথ্য যাচাই করার আহবান জানাচ্ছি।