সৈয়দপুরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:৩৮ পিএম
সৈয়দপুরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নীলফামারীর সৈয়দপুর সাহেব পাড়া লিচু বাগান এলাকায় গলায় ফাঁস দিয়ে মাহমুদ (৪৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ২৭ এপ্রিল ভোরে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় রশি প্যাচিয়ে তিনি আত্মহত্যা করেন।

প্রতিবেশীরা জানায়, বিয়ে বাড়ীর দাওয়াত খেতে যাওয়া নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে রাতের কোন এক সময়ে তিনি আত্মহত্যা করেন। যুবকের আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে কানাঘুষা। অনেকে বলছেন এটি আত্মহত্যা নয়। তবে বাড়ীর লোকজন সবাই পলাতক। খবর পেয়ে সকালে তার ঝুলন্ত মরদেহ বাড়ী থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফইম উদ্দিন জানান,লাশ ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে