সৈয়দপুর ট্রাফিক বিভাগের কাছে রোড ডিভাইডার প্রদান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০২:০১ পিএম : | আপডেট: ২৬ এপ্রিল, ২০২৫, ০২:০১ পিএম
সৈয়দপুর ট্রাফিক বিভাগের কাছে রোড ডিভাইডার প্রদান

নীলফামারীর সৈয়দপুর পাঁচ মাথা মোড়ে সব সময় লেগে থাকে যানজট। শহরের কয়েকটি সড়ক এসে যুক্ত হয়েছে এ মোড়ে। ফলে ছোট শহরের বিশেষ করে এ মোড় প্রায়ই সময় লেগেই থাকে যানজট। ট্রাফিক বিভাগের জনবল সংকট থাকায় অনেক সময় যানজট সামাল দেয়া সম্ভব হয় না।

যানজটের এ দৃশ্য তা কিছুটা লাঘবে এগিয়ে আসে এটলাস কসমেটিকস লিমিটেড। ওই কোম্পানীর পক্ষ থেকে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয় রোড ডিভাইডার। 

২৬ এপ্রিল সৈয়দপুর ট্রাফিক বক্সের সামনে রোড ডিভাইডারগুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন,সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুর-ই- আলম সিদ্দিকী। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফইম উদ্দিন।শহর  ও যানবাহন পরিদর্শক ( ট্রাফিক বিভাগ) আমিনুল ইসলাম, মাহফুজুল আলম,ট্রাফিক  সার্জেন্ট সাদেকুর রহমান সুজন ও এটলাস কসমেটিকস লিমিটেডের পক্ষে জাহিদ আলম, আরজু হোসেন, রাসেল, সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিন প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে