নীলফামারীর সৈয়দপুর যুবলীগ পৌর শাখার আহ্বায়ক ও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ এপ্রিল শহরের কাজী পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার কার্যালয় ভাংচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি ফইম উদ্দিন নিশ্চিত করেন। একই মামলায় আওয়ামী মৎস্যজীবী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সদস্য-সচিব সাদেকুজ্জামান মানিককে ২৩ এপ্রিল সৈয়দপুর প্রধান ডাকঘরের সামনে একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাদেকুজ্জামান মানিকের বাড়ি সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে।