সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের উশৃংঙ্খল খাইরুল ইসলামের (২৬) অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী ও তার পরিবারের লোকেরা। এঘটনায় উশৃংঙ্খল খাইরুলের বড় ভাই মফিজুল ইসলাম ও তার বড় ভাইয়ের স্ত্রী জোনাকি বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, পারিবারিক শক্রতার জেরধরে উশৃংঙ্খল খাইরুল গত ১৬ এপ্রিল বুধবার মফিজুল ইসলামের উপর অতর্কিত হামলা এবং তার বাড়িঘরে ইট পাটকেল দিয়ে ঢিল ছুড়ে হামলা চালায়। উশৃংঙ্খল খাইরুল প্রায়ই তার মা জবেদা ও পরিবারের অন্যান্যদের সাথে উশৃংঙ্খল আচরন ও মারধর করার কারনে তার বড় ভাই মফিজুল ইসলাম এসব ঘটনার প্রতিবাদ জানালে খাইরুল তার বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রী জোনাকি’র উপর ক্ষিপ্ত হয়ে তাদের বাড়ি ঘরে হামলা ও তাদের উপর শারিরীক নির্যাতন চালায়। তাদের টিনের ঘর ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে ঝাজড়া করে দেয়। এঘটনায় গত ২৯ মার্চ তার বড় ভাইয়ের স্ত্রী জোনাকি এবং গত ১৬ এপ্রিল তার বড় ভাই মোঃ মফিজুল ইসলাম সোনারগাঁ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে উশৃংঙ্খল খাইরুল শুধু পরিবারের সদস্যদের সাথেই নয় এলাকাবাসীও তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে। উশৃংঙ্খল খাইরুল জৈনপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামের সাথে উশৃংঙ্খল আচরন করলে স্থানীয় এলাকাবাসী মৃত জব্বার আলী প্রধানের ছেলে হোসেন মিয়া এর প্রতিবাদ জানালে খাইরুল তার উপর চড়াও হয়ে তাকে মারধর করে। এছাড়াও খাইরুল তার বাড়ির লোকজনের সাথে উশৃংঙ্খল আচরন করার সময় পাশের বাড়ির মৃত মনছুর আলীর ছেলে ফুল মিয়া প্রতিবাদ জানালে তাকে বেদম মারধর করে। খাইরুলের প্রহারে আহত ফুল মিয়াকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে সোনারগাঁ হাসপাতালে ভর্তি করে। উশৃংঙ্খল খাইরুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী ও তার পরিবারের লোকেরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।