সোনারগাঁয়ে সাড়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:৪৪ পিএম
সোনারগাঁয়ে সাড়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক ২

সোনারগাঁয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কনকর্ড সিটি আবাসিক প্রকল্প এলাকার সামনে অভিযান চালিয়ে গ্রীন সেন্টমার্টিন পরিবহনের একটি বাস থেকে ১৮ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ “ক”সার্কেলের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রিফাত হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। 

এসময় গ্রীন সেন্টমার্টিন পরিবহনের (নং- ময়মনসিংহ-ব-১১-০২৮০) বাসে তল্লাশি চালিয়ে দুটি ট্রাভেল ব্যাগ থেকে ১৮ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার ও একটি ঠরাড় ণও৭ঝ মোবাইল সেট জব্দ করা হয়। আটককৃতরা হলেন ফরিদপুর দিয়াপাড়ার বহুতগাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে সাহেদ আলী রবিন (৩৬) ও ফরিদপুর সিংহপ্রতাব গোরদিয়া এলাকার ফজলু মির্ধার ছেলে মোঃ সালমান (৩০)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ খোরশেদ আলম সাংবাদিকদের জানান, এধরণের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন বদ্ধপরিকর।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে