সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০৪:৫৬ পিএম
সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিকদার বাড়ী নামক স্থানে মঙ্গলবার সকাল পৌনে ৯টার সময় যমুনা পেট্টোলিয়াম তেলবাহী ট্রলির চাপায় মো. খলিলুর রহমান (৪৫) নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছে। খলিল আমতলীর শাখারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামের আবুল হাসেম প্যাদার ছেলে। সে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ওয়াপদা সড়কে বসবাস করতেন। 

প্রত্যাক্ষ দর্শি সুত্রে জানা গেছে নিহত খলিল মঙ্গলবার সকাল পৌনে নয়টার সময় নিজ মটরসাইকেল যোগে তার কর্মস্থল আমতলীর সিমান্ত বর্তি শাখারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিকদার বাড়ী নামক স্থানে পৌছার পর থেকে যমুনা পেট্টোলিয়া কোম্পানীর একটি তেল বোঝাই ট্রলি খলিলকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় খলিল ছিটকে সড়কে পরে বুকে এবং পাজরে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করেন। সেখানে যাওয়ার পথে এম্বুলেন্সেই তিনি মারা যান। 

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রোকনুজ্জামান রাশেদ জানান, নিহত সহকারী শিক্ষক খলিলের ডান পাশের পাজর ভেঙ্গে ছিল এবং বুকে আঘাতের কারনে স্বাষ কষ্ট হচ্ছিল। 

 আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তেলবাহী ট্রলি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে