পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক যুবককে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে পিরোজপুেরর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মোক্তাগীর আলম এ রায় দেন। রায়ে আদালত ওই দন্ড ছাড়াও আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ডাদেশ দেন। আসামীদের অনুপস্থিতিতে আদালত রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলো জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের পুত্র মো: হাচান হাওলাদার (৩৫) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়ার সিরাজুল ইসলামের পুত্র প্রিন্স মোল্লা (৪২) । নিহত এমদাদুল ফরাজী (৩০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের ।
রাষ্ট্র পক্ষের কৌশুলী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৮ সালের ৩ মার্চ জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর পুত্র এমদাদুল ফরাজীর ভাড়ায় চালিত মোটর বাইকে আসামীরা মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দর থেকে চরখালী ফেরীঘাট যাওয়ার পথে ভান্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় পৌঁছে আসামীরা চালক এমদাদুল ফরাজীকে হত্যা করে বাইকটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ওই ঘটনায় নিহত এমদাদুলের পিতা খান জাহান আলী আসামীদের বিরুদ্ধে ২০০৮ সালের ৪ মার্চ ভান্ডারিয়া থানায় হত্যা মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার এসআই মোঃ আলাউদ্দিন আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত সাক্ষ্য গ্রহন শেষে বিচারক আসামীদের দোষী সাব্যস্ত করে ওই রায় দেন।