হাইমচরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:৪৩ পিএম
হাইমচরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের মনিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- খাদিজা (৬) ও তানজিলা (৪)। খাদিজা স্থানীয় আজিজ ব্যাপারীর মেয়ে এবং তানজিলা একই গ্রামের তাজল দর্জির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশুরা একসঙ্গে খেলতে খেলতে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে দীর্ঘ সময় তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর পাড়ে তাদের কাপড় দেখতে পেয়ে সন্দেহ হলে জাল ফেলে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ বলেন, আমি খবর পেয়ে শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যা অসতর্কতার কারণে ঘটেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে