হাজীগঞ্জে বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:০৬ পিএম
হাজীগঞ্জে বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

হাজীগঞ্জে বজ্রপাতের ঘটনায় মো. সাহাব উদ্দিন (২৮) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ (রাজমেস্ত্রী)  শ্রমিক ছিলেন।

স্থানীয় মাসুদ হাওলাদার জানান, এদিন সকাল থেকে সাহাব উদ্দিন সহ কয়েকজন শ্রমিক বাড়ির পাশে লাওকরা মাঠের কৃষি জমিতে ধান কাটছিল। 

এদিন দুপুরে বজ্রপাত ও বৃষ্টি শুরু হলে শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়। কিন্তু সাহাব উদ্দিন পিছনে পড়ে গেলে হঠাৎ করে বজ্রপাত ঘটে। 

এসময় বজ্রপাতে সাহাব উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সাহাব উদ্দিন নামের ওই যুবক মারা গেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের বিষয়টি জানতে পেরেছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে