চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছে। দূর্ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। আহতদের দুই জনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। বুধবার হাটহাজারী - নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক সড়কের কুমারী কুলরাস্তার মাথা ও কালীবাড়ি নামক স্থানে এসব দূর্ঘটনা ঘটেছে।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও নাজিরহাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দীন চৌধুরী( ৪২) তাঁর নিজন্ব বাহন মোটরসাইকেল যোগে স্কুলে যাওয়া পথে হাটহাজারী - নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের কালী বাড়ি নামকস্থানে পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দূর্ঘটনা ঘটে।এতে প্রধান শিক্ষক মারাত্মক ভাবে আহত হয়। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করান। পরবর্তীতে প্রথম দূর্ঘটনাস্থলের আনুমানিক দেড় হাজার গজ দক্ষিণে কুমারী কুল রাস্তায় মাথায় দুপুর আড়াইটার দিকে অক্সিজেন থেকে ফরহাদাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়া পথে (চট্টমেট্র- ল - নং ১৬-৯৯৮১) মোটরসাইকেল উল্টো পথে এসে একটি ব্যাটারী চালিত রিক্সাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোঃ সাজ্জাদ (২৫)এক বরযাত্রী ঘটনাস্থলে মারা যায়। এই দূর্ঘটনায় রিক্সা চালকসহ মোটরসাইকেলের আরো দুই যাত্রী মারাত্মক ভাবে আহত হয। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। বরযাত্রীর বহরের তিনটি মোটরসাইকেল প্রতিযোগীতা মুলকভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে উল্টো দিকে গিয়ে ব্যাটারী চালিত রিকশাকে সজোরে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা গনমাধ্যমকে জানান।
ঘটনাস্থলে থাকা নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের এসআই শাহেদ জানান, তাৎক্ষণিক ভাবে গুরুতর আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। আমরা কাজ করছি, পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন আছে।