হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন ফেরত দিল পুলিশ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৫৫ পিএম
হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন ফেরত দিল পুলিশ

সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ। একই সময়ে বিকাশ ও নগদের ভুল নাম্বারে চলে যাওয়া ৩ লাখ ৭ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার হওয়া এসব মোবাইল ও নগদ টাকা রবিবার দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক রেজাউল করিমসহ অন্যান্য পুলিশ সদস্য এবং হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা খোয়া যাওয়া গ্রাহকরা।

পুলিশ সুপার এসময় বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গত তিন মাসে জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৫ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া বিকাশ ও নগদ নাম্বারে খোয়া যাওয়া (ভুল নম্বরে চলে যাওয়া) ৩ লাখ ৭ হাজার ৮৯৫ টাকাও উদ্ধার করা হয়েছে। হারানো এসব মোবাইল ও নগদ টাকা আজ প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যাত্রা শুরুর পর থেকে এপর্যন্ত মোট ১ হাজার ৪৪১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ থেকে খোয়া যাওয়া ৩৯ লাখ ৭২ হাজার ১৩৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে