হালিশহরে যাত্রীসহ খালে পড়ল ব্যাটারি রিকশা

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:২৯ পিএম
হালিশহরে যাত্রীসহ খালে পড়ল ব্যাটারি রিকশা

চট্টগ্রাম শহরের হালিশহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রীসহ রাস্তার পাশের খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আশপাশের লোকজন এসে যাত্রীদের উদ্ধার করেন। বুধবার সকাল সাড়ে ১১টায় হালিশহর থানার ঠিক সামনে ওই  দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রিকশাটি ডান দিকে সরে গিয়ে খালের পানিতে পড়ে যায়। চালক দ্রুত  লাফিয়ে প্রাণে রক্ষা পেলেও রিকশায় থাকা দুইজন মহিলা যাত্রী পানিতে পড়ে যান।

এরপর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। তবে যাত্রীদের এখনো নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামির হোসেন জিয়া সাংবাদিকদের  বলেন, “রিকশাটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। চালক লাফিয়ে উঠে আসতে পারলেও যাত্রীসহ রিকশাটি পানিতে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় যাত্রীদের উদ্ধার করা হয়েছে।”

উল্লেখ্য, এর আগে, গত ১৮ এপ্রিল চকবাজারের কাপাসগোলা এলাকায় একই ধরনের দুর্ঘটনায় একটি ব্যাটারিচালিত রিকশা হিজরা খালে পড়ে গেলে ছয় মাস বয়সী শিশু সেহরিশ পানিতে তলিয়ে যায়। প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধারকর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে। প্রায় একই ধরনের দুটি দুর্ঘটনা শহরবাসীর  মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

নগরবাসী ব্যাটারিচালিত যানবাহনের গতিনিয়ন্ত্রণ, লাইসেন্স প্রদান  ও চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করলেও আজ পর্যন্ত  কাজের কাজ আজ পর্যন্ত কিছুই হয়নি।  বরং ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ইঁদুর- বিড়াল খেলা চলছেই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে