হাসপাতালে সৃজিত, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে ভর্তি

এফএনএস বিনোদন : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৫, ০১:৫৩ পিএম
হাসপাতালে সৃজিত, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে ভর্তি

দুই বাংলার জনপ্রিয় ও গুণী চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভবের পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ খবরে টলিউডে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ, প্রার্থনায় মুখর হয়েছে তার সহকর্মী ও অসংখ্য অনুরাগী।

ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই শ্বাসকষ্ট এবং বুকে অস্বস্তি অনুভব করেন সৃজিত। সাথে সাথে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাতেই তার বেশ কয়েকটি মেডিকেল টেস্ট করানো হয়, যেগুলোর ফলাফল শনিবারের মধ্যে আসার কথা রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তার চিকিৎসার পরবর্তী ধাপ ও হাসপাতাল থেকে ছাড়ার সময়সীমা।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত সৃজিতের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে।

সৃজিত মুখার্জির শারীরিক অসুস্থতা এমন এক সময়ে এলো, যখন তিনি সদ্যই নিজের নির্মিত ‘অতি উত্তম’ চলচ্চিত্র দিয়ে লিমকা বুক অব রেকর্ডসে স্থান করে নিয়েছেন। এ অর্জনের কথা গর্বভরে শেয়ারও করেছিলেন তিনি নিজের ইনস্টাগ্রামে। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি’। জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং এবং একটি নাটকের মহড়ার প্রস্তুতি নিচ্ছিলেন এই ব্যস্ত পরিচালক। এমন কর্মব্যস্ততার মাঝেই হঠাৎ শরীর খারাপ হওয়ায় তার অনুরাগী ও সহকর্মীরা বেশ উদ্বিগ্ন।

পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে। টলিউডের অনেক তারকাই তার প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রকাশ করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW