আকাশে উড়ছে মানুষ
বাতাসে পোড়া লাশের গন্ধ
কাদের জন্য মানবাধিকার!
জাতিসংঘের মুখ বন্ধ।
চারদিকে শুধু ধ্বংসলীলা
হিংসা বিদ্বেষ আর দ্বন্দ্ব
এ খেলার শেষ কোথায়,
কবে হবে বন্ধ!!