হিলি সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশীকে ফেরত

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৭:২৯ পিএম
হিলি সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশীকে ফেরত

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্য রেখা দিয়ে তাকে ফেরত পাঠানো হয়। ফেরককৃত বাংলাদেশী ঠাকুরগাঁও জেলা সদরের নয় বস্তির কদম আলীর ছেলে জব্বার হোসেন (৫০)। 

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরতকৃত ওই বাংলাদেশী একই বুধবার সকালে হিলি হাড়িপুকুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ ঘটায়। এসময় দায়িত্বরত বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। এরপর উভয় দেশের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়। আটককৃত এখন বিজিবি হেফাজতে রয়েছে। তাকে আন্তর্জাতিক সীমানা অঙ্ঘন আইনে মামলা দায়ের পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে