কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজীপুর বাজারে একটি লেপ-তোষকের দোকান থেকে মো. মোস্তফা মিয়া নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা গেছে, মোস্তফা দীর্ঘদিন ধরে হাজীপুর বাজারে লেপ-তোষকের ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি নিজের দোকানেই ঘুমান। তবে মঙ্গলবার সকালে দোকান না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়।
পরবর্তীতে তারা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে দোকানের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং মোস্তফার লাশ উদ্ধার করে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে।